আরে আরে গাড়ি থামাও চিকু ।
―কী হলো স্যার... কেন?
দেখলে না সামনে রাস্তা কাটলো বিড়াল।
আরে আরে একটু বসে যাও পুটু ।
―কী হলো বাবা... কেন?
শুনলে না হঠাৎ করে হাঁচি পড়লো আবার।
আরে আরে ডিম রান্না করলে কেন ।
―কী হলো তাতে ? কেন ?
জানো না আজ আমাদের বিট্টুর পরীক্ষা ।
স্ক্রুর নিচে নাটবল্টুর শেষ প্যাচের মতো
আর কিছু বলার নেই আপনাকে কাকাবাবু !
আপনি যে বিজ্ঞানের অধ্যাপক
অথচ ডুবে আছেন কুসংস্কারের কুয়োতে ।