প্রোফাইল পিকচার
পিচ ঢালা রাস্তার মতো করেছেন ।
অ্যানাকোন্ডার মতো দীর্ঘ লাইন করে
মোমবাতি হাতে মিছিলে খানিকটা
পথও হেঁটেছেন । কিংবা সোশ্যাল মিডিয়ায়
তপ্ত পাথরের মতো দু-একটা বার্তাও ছুঁড়েছেন ।
খুব ভালো কথা। খুব ভালো কথা―
আপনিও শহীদদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি
শোকাতুর সমবেদনা জানালেন
মূর্ধন্যর (ণ) মতো মাথা নত করে। ।
কিন্তু কাকাবাবু,
আপনাকে দেশভক্ত বলতে পারলাম না পুরোপুরি ।
মেঘের বুকে নরম রোদের হাত রাখার মতো
আপনিও বুকে হাত রেখে
সত্যি করে একবার ভাবুন তো―
প্রতি বছর আপনি কত পরিমাণ
ট্যাক্সের ট্যাঁক ফুটো করেন ?
ভাবুন তো―
আপনি আপনার লালসার চোয়ালে ফেলে
প্রতি বছর কত মানুষকে শুষে
আঁখের ছোবড়ার মতো বানিয়ে দেন ?
আসলে দেশভক্তি প্রোফাইল ছবি পাল্টে হয় না।
হয় নৈতিক কর্তব্য পালনে ।