'ঘাড়ের উপর থাকবে না মাথা।'
হুমকি পাওয়ার সত্বেও
গণতন্ত্রের প্রহরী হয়ে যে মানুষটি
নিভিয়ে ছিল তাঁর কর্তব্য ।
রুখে দিয়েছিল ছাপ্পা !
এখন তাঁকে বদলি করে দেওয়া হয়েছে
জন বিরল কোনও এক নির্জন প্রান্তে ।
'কপাল ফুটো করে বেরাবে বুলেটে।'
ধমকি পাওয়ার সত্বেও
শিরদাঁড়ায় সাহসিকতা মজুত রেখে
যে লোকটি রুখে দিয়েছিল-
মাদক পাচার নারী পাচার।
এখন তাঁকে মিথ্যা মামলায়
বন্দি রাখা হয়েছে বদ্ধ কারাগারে।
বেতন পাবে না ! কাজ হারাবে !
সব জেনেও যে লোকটি তুলেছিল―
দুর্নীতির বিরুদ্ধে প্রথম আওয়াজ ।
এখন তাঁর মেয়েটি নিখোঁজ !
পরিবার যাযাবরের মতো ঘরছাড়া ।
বুকে পাথরের মতো ভারী হয়ে বসে রাত ।
তবুও কাকাকাবু আপনি হাওয়ার পিঠে
দিব্যি স্লোগান খোদাই করেন -
মানুষ আমাদের পাশে আছে
আমারও মানুষের পাশে আছি ।