আম পাড়তে গিয়ে একটি ছেলে
কাঠ পিঁপড়ের কামড়ে যতটা ব্যথা পায়...
জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি লোক
ভীমরুলের কামড়ে যতটা কষ্ট পায়...
কিংবা ক্ষেতে ফসল কাটতে গিয়ে
একটি মহিলা সাপের কামড়ে যতটা যন্ত্রণা পায়...
ওরা সবাই জানে তার থেকেও অনেক বেশি
যন্ত্রণাদায়ক কাকাবাবু আপনি কামড়ালে।
যে কামড়―
ধ্বংস করে দেয় একটা দেশকে
পঙ্গু করে দেয় একটা সভ্যতাকে ।