কঠিন শাস্তি হবে
আরও কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে ।
আমাদের ভাইয়ের ছিন্নভিন্ন দেহ,
ছড়ানো ছিটানো রক্ত বৃথা যাবে না কোনদিন!
মঞ্চের উপর থেকে এমনই বলে
এমনই করে কাকাবাবু আপনি আবারও
ঠিক সামলে নেন গদি ।
অথচ ওদিকে কান্না । হাহাকার । চিৎকার।
বয়ে যাচ্ছে ―
সাদা বরফের বুকের উপর লাল রক্তের নদী ।