মাত্র কাঠা দশেক জমি বেশি পাওয়ার লোভে
আপনি আপনার ভাইয়ের পিছনে কুকুরের মতো
লেলিয়ে দিলেন হিংস্র অন্ধকার ।
এলাকায় ক্ষমতার মাটি স্থায়িত্বের শিকড়ে
বেঁধে রাখতে আপনি রাতের আঁধারে
দক্ষ রাজনীতিকের মতো সুকৌশলে
বাঁধিয়ে দিলেন সাম্প্রদায়িক দাঙ্গা ।
কেড়ে নিলেন কারো কপাল থেকে লাল সূর্য।
মুছে দিলেন সিঁথির উপর রক্তিম পথ।
ছিনিয়ে নিলেন সন্ত্রাসবাদীর মতো কারো বা
স্বতঃস্ফূর্ত বাঁচার সার্টিফিকেট ।
রাখলেন শিশুর কপালে বুলেটের স্বাক্ষর ।
অথচ সেই আপনি-ই পনেরোই আগস্ট
সুশীল ব্যক্তির মতো পতাকা উত্তোলনের পর বলেন―
গৈরিক হল― ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক।
সাদা― সত্য ও শান্তির প্রতীক।
সবুজ― বিশ্বাস ও প্রাণ প্রাচুর্যের প্রতীক।