. চিৎকার করো না !
যদি তোমায় হাত–পা বেঁধে
ফেলে দেওয়া হয় জলন্ত চুল্লিতে ।
দেখতে যেও না !
যদি তোমার গণতান্ত্রিক অধিকার
চুরি করে নিয়ে যায় হায়নার দল !
কিংবা প্রশ্ন করো না !
যখন তোমার উপার্জনের অনেকটা অংশ
ভাগ চাইবে ঝোপে লুকিয়ে থাকা শূকর ।
তুমি শুধু বলো―
হাসছে রাজ্য । হাসছে দেশ ।
হাসছে উন্নয়ন ......