সাজানো গোছানো একটা বাড়ি
শীততাপ নিয়ন্ত্রিত ঝকঝকে গাড়ি
একটা টুকটুকে সুন্দরী বউ
দুটো বাচ্চা  
আর একটা নাদুসনুদুস অ্যালসেশিয়ান ।
আপনি সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলেন -
'হ্যাপি ফ্যামেলি।'

অথচ কাকাবাবু !
ওদিকে আপনার বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমের
জানালার মরিচা পড়া লোহার রড ধরে
অপলকে চেয়ে আছে আজও আপনার অপেক্ষায়
রাস্তার দিকে !!    

যার চোখের জলে বেঁচে আছে মাতৃত্ব ।

   **********

(বিশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি অজিত কুমার কর মহাশয় কে। যিনি প্রথম বলেছিলেন কাকাবাবুর স্ট্যাটাস সিরিজ নিয়ে গোটা কুড়ির মতো কবিতা লিখতে। আর সেই কথা মাথায় রেখে দেখতে দেখতে আজ কুড়িতম তে পৌঁছে গেল।  তবে সিরিজটি আরো কিছুটা এগোবে ..। আর সিরিজটির প্রথম থেকে যারা সাথে ছিলেন এবং এখনো আছেন তাদেরও অনেক ধন্যবাদ আপনারা পাশে না থাকলে হয়তো এতটা উৎসাহ পেতাম না । সবাই ভালো থাকুন )