প্রতিবাদী মানুষগুলোর
দু'চোখ উপড়ে আপনি এখন
বসিয়ে দিতেই পারেন পাথরের চোখ।
জিভ কেটে হাত-পা ছেঁটে
তুচ্ছ বস্তুর মতো ছুঁড়ে দিতেই পারেন
বেগবান নদীর জলে।
আপনার পালতু ছেলেদের নিয়ে
জন্মপথ ধরে মিছিল করতে করতে
আজ পৌঁছে যেতেই পারেন হিটলারের
শাসন কালে।
তবে লাট্টুর দড়ির মতো
গুটিয়ে থাকা জনতার ক্ষোভ
একদিন লাট্টুর মতোই ঘুরিয়ে ছাড়বে,
ঘুরিয়ে ছাড়বেই আপনাকে মাটিতে ছুঁড়ে।
বুঝে নেবে রক্ত-কান্না-ঘামের হিসেব ।