দূরে আছিস তবু জুড়ে আছিস বুকে ।
উড়ুক সম্পর্কের লাটাইয়ে বাঁধা
ভালোবাসার ঘুড়ি নিজের মতো সুখে ।
মনে পড়ে । অভিমান হয় মাঝে মাঝে ।
মেঘ চুঁইয়ে পড়া জ্যোৎস্নার মতো
একলা রাতে এ মন যখন তোকেই খোঁজে ।
দেখতে দেখতে আবারও ঘুরলো বছর ।
বিশ্বাস আর ভরসারই আঙুল দিয়ে
সরিয়ে নিস সব সমস্যার শক্ত পাথর ।
এগচ্ছে জীবন । গজাচ্ছে দায়িত্বের পাতা ।
তবু খুঁজে নিস প্রেম খুঁজে নিস সুখ―
নদীর মতো প্রিয় সাগরের কোলে রেখে মাথা ।
বন্ধুরা বন্ধুই থাকে । শুধু দুটি মনের থাক মিল ।
অপেক্ষার গা থেকে খসে আক্ষেপের বাকল
যখন শিস দেয় বুকে তোরই সুখের শঙ্খচিল ।
ভালো থাকিস । থাকিস চিরদিন রঙিন ।
মেঘেরই কুলুঙ্গিতে চাঁদের প্ৰদীপ জ্বালিয়ে
জানাই তোকে― 'শুভ জন্মদিন ।'