* আমার ৭৫০ তম কবিতার পাতায় আপনাকে স্বাগত। *
(আজ ২২ শে মার্চ বিশ্ব জল দিবস। দিনে দিনে আমাদের জলের অপচয় জল সংকট কে আরো প্রকট করে তুলছে। প্রকট করে তুলছে ভয়াবহ  দিনের আসন্নতাকে। তাই  এ বিষয় আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন । এই নিয়েই আজকের কবিতা... )
--------------------------------------------------


শুকিয়ে যাবে একদিন জীবন সবুজ
হবে ধীরে ধীরে ধু ধু শুষ্ক মরুময়,
জলেরই আর এক নাম জীবন জানি
তবুও কি বন্ধ করি জলের অপচয়?

টাইম কলের ট্যাপ থেকে অবাধ ধারা
স্নানের সময়ও নেই কো নিয়ন্ত্রণ,
চাইলেই সমঝে চলা যায়; করা যায়
জলের সুষ্ঠু পরিচালন ও সংরক্ষণ।

জলই তো লেখে বাঁচার ইতিহাস
প্রাণের ভেতর তোলে সঞ্জীবনী সুর,
আজ যদি না ভাবি; কাল মৃত্যু অবশ্যম্ভাবী
তাই হৃদয়ে ফুটুক সচেতনতার অঙ্কুর।

জল সংকটে কাল হয়তো বিশ্বযুদ্ধ হবে  
সে খবর সে সংকেত কি তুমি পাও ?
পানীয় নয়, বৃষ্টি ও পুকুরের জলকেই
নিত্য ব্যবহারিক কাজে লাগাও ।
  
ভূগর্ভস্থ সঞ্চয় আজ ঠেকছে তলানিতে  
আগামী প্রজন্ম থাকবে কি তবে নিরাপদ ?  
এসো একসাথে জনসচেতনতা গড়ে তুলি
রক্ষা করি যতটা সম্ভব জলসম্পদ ।


         **********