(কবিতার লাইন কেটে কেটে কোলাজ বানানো হয়,
তবে যদি ছোটো ছোটো ভাবনাকে বা চিত্রকল্পকে
দিয়ে কোলাজ বানানো এবং একটা কবিতার
অবয়ব দেওয়া যায় তাহলে কেমন হয় ? আজকের
কবিতাটি তাঁরই ক্ষুদ্র প্রয়াস )
****
কুয়াশা খুঁড়ে নেমে আসা রোদ। হেমন্তের সকাল।
আটকে থাকা শিশির। মাকড়শার জাল।
গাছদের ছাদ। পাখিদের হাট। উড়ার আহ্বান।
নিকানো উঠোন। খুশির মিছিল। নতুন ধানের ঘ্রাণ ।
কুমারী ফুল। পাপড়ির আঙুল। প্রজাপতির স্পর্শতা।
নাবালক ঢেউ। ঠান্ডা নদী। মাঝির ব্যস্ততা।
সব তোমার জন্য । সাজিয়ে রাখা । রঙিন সোহাগে।
তুমি চোখের সমতলে। ঘুমের তাবু । গুটিয়ে নাও।
তাকিয়ে দেখো। খুঁজে নাও ―
রোদ পোহানো পানকৌড়ি প্রসারিত ডানায়
আমাদের স্বপ্নরা কেমন ভিজে আছে প্রেমের পরাগে।