কুমারী মেঘ ছুঁড়ছে বৃষ্টিদানা
গাছেরা প্রেমিক হয়ে ভিজছে সারাদিন।
সব খুশিরা খুঁজে নিক তার ঠিকানা
আজ যে মেয়েটির জন্মদিন।
ঘোলাটে নদী ভাটা ভুলে যাক
নৌকোরা জোয়ারের সাথে হোক স্বাধীন।
ভালোবাসার স্রোত চিনুক অভিমানের বাঁক
স্বপ্নের বুকে পড়ুক সফলতার সাইন।
সুরেলা পাখি গাইছে সুখের গান
হাওয়ারা বাউলের মতো ভীষণ উদাসীন।
একটু ছোঁয়া ঘুচিয়ে দিক সব ব্যবধান
ভালোবাসা থাকুক চির অমলিন।
বর্ষাতি ফুল মেলেছে পাপড়ি
প্রজাপতির কাছে বেড়েছে প্রেমের ঋণ।
আমারও শুভেচ্ছাটুকু পৌঁছে যাক তার বাড়ি
আজ যে মেয়েটির জন্মদিন।