বসন্ত এলেই বয়সের ওজন বাড়ে
মন নিক নিজেকে নতুন করে চিনে,
অভিজ্ঞতার আকাশে সমৃদ্ধির শুকতারা
জ্বলুক আজ তোমার শুভ জন্মদিনে।
সময়ের পিঠে সুখের স্বাক্ষর থাক
খসে যাক যত জমাট কষ্টের কোয়া,
ব্যক্তিত্বের বৃন্তে প্রস্ফুটিত হোক বিশেষত্ব
জন্মদিন আসলে নিজেই নিজেকে ছোঁয়া।
সব পথ হয়তো কারুরই মসৃণ হয় না
তবু বুক আঁকড়ে থাক ভরসার শেকড়,
ভালোবাসার বন্দরে বেঁধো হৃদয় খেয়া
নিজের মতো সাজিয়ে নিও স্বপ্ন শহর।
ইচ্ছেগুলো আজ কোকিল হোক তোমার
গানে গানে মাতিয়ে রাখুক সারাপাড়া,
জন্মদিনে হৃদয় সিন্দুক খুলে কী আর
দিতে পারি― শুভেচ্ছার মোহরটুকু ছাড়া।