দেওয়ার মতো কী বা আছে, শুভেচ্ছাটুকু ছাড়া।
খুশির আলোয় ভরে উঠুক আজ তোর মনপাড়া।
মুহূর্তরা ময়ূর হোক মেলুক ভালোবাসার পেখম।
ভুলিয়ে দিক জমাট অভিমান আর জেদের জখম।
দূরে আছিস তবুও তো জুড়েই আছিস এই মনে।
স্মৃতির ভেতর প্রীতিই জাগে পুরানো আলাপনে।
চেনা গলা হয়নি শোনা অনেকদিন হলও তোর।
আক্ষেপ নেই অপেক্ষা আছে; আসুক নতুন ভোর।
জীবন ভাঙছে সময় সিঁড়ি ওজন বাড়ছে বয়সের।
বিশ্বাসের হাত ধরে আয়ু বাড়ুক প্রতিটি সম্পর্কের।
ইচ্ছেরা আজ তোর ঝর্ণা হোক, নিক সুখসাগর চিনে।
শত শুভেচ্ছার নৌকো ভাসাই তোর শুভ জন্মদিনে।