তোর সাথে দেখা হয়নি অনেক দিন !
কষ্টগুলো কান্না হয়
যেমন করে হিমবাহ গলে প্রতিদিন ।
এখন তুই বড়ই ব্যস্ত নতুন সংসারে ।
আমার শুধু স্মৃতি সম্বল
যেমন করে জোনাক জ্বলে আঁধারে ।
এখন তোর নেই রাগ; নেই মনে পড়া ।
স্বপ্নগুলো শূন্য ঘরে
পড়ে আছে; পরে ব্যর্থতার হাতকড়া ।
এখন তুই নতুন সুখে হয়তো মশগুল ।
তবু আমার অভিমানের টবে
তোরই জন্য ফোটে ভালোবাসার ফুল ।
দূরত্বের ক্ষত দূরে যাক; থাকিস রঙিন।
আমি হেমন্তের গায়ে
জ্যোৎস্না দিয়ে লিখেদিলাম 'শুভ জন্মদিন।'