জানালা দিয়ে হাত বাড়ালে
তুমি বৃষ্টি হয়ে ছুঁয়ে যাবে জানি
দূর আকাশে দৃষ্টি রাখলে
তুমি পাখি হয়ে মন উড়িয়ে নিয়ে যাবে জানি
জানি আমার অসুখের রাতে
তোমায় ডাকলে তুমি একফালি জ্যোৎস্না হয়ে
কপালে হাত বুলিয়ে দিয়েও যাবে
তবু তোমায় ভালোবাসি এই কথাটা
থেকে যাবে জানালার এপারেই।