প্রতিটি জানালা আসলে এক একটা প্রেমিক।
হাওয়া এলে সে হাত মেলে দিতে জানে
বৃষ্টি এলে তার গানে ভেসে যেতে জানে
কিংবা রোদ এলে বুকের কষ্টগুলো
শুকিয়ে নিতেও জানে।
শুধু ঝড় এলে সে ইতস্তত বোধ করে।
তার মনে পড়ে
সাজানো স্বপ্ন কত সহজেই ভেঙে যায়
ভুল বোঝাবুঝির দাপটে।