যে জোনাকিটি গভীর রাতে জানালার পাশে আসে
― সে আসলে তোমার স্মৃতি
যে পাখিটি রোজ সকালে গান শোনাতে আসে
― সে আসলে তোমার প্রীতি
কিংবা যে প্রজাপতিটি রোজ বিকেলে আসে
― সে আসলে তোমার অনুভূতি
আর আমার এতো কিছু মনে হওয়ার তো
একটাই কারণ―
এ হৃদয়ে এখনো তোমারই উজ্বল উপস্থিতি।