আমরা দেখছি হাসছি কথাও বলছি
পরস্পর পরস্পরের সাথে।
কখনও
মন বাড়িয়ে ছুঁয়ে ফেলছি একে অপরের অনুভূতি কে।
তবু আমাদের মাঝে দাঁড়িয়ে আছে
একটা অধিকার বোধের জানালা।

ও চোখে বৃষ্টি নামলে হাত বাড়িয়ে
মুছিয়ে দেওয়া ছাড়া কিছুই করতে পারি না।