চোখ তুলে তাকালেই ―
মাছের পিত্তির মতো
গেলে দেওয়া হবে দুটো চোখ ।
গলা উঁচিয়ে কথা বললেই ―
ধানের বস্তার মুখের মতো
সেলাই করে দেওয়া হবে দুটো ঠোঁট ।
অভিযোগের আঙুল তুললেই ―
গাছের ডালের মতো এক কোপে এক হাত
কেটে ধরিয়ে দেওয়া হবে অন্য হাতে ।
মঞ্চের উপর থেকে
হাওয়ায় হুমকির ভুট ছাড়লেন দুর্নীতিবাজ ।
শুধু ভাববার বিষয়―
গণতন্ত্র রক্ষা করার জন্য তিনিও
কপালে টেনেছেন প্রতিজ্ঞার লাল তিলক ।