চেয়ারের পায়ার সাথে বাঁধা পা
হাতলের সাথে হাত
নৃশংসতার ব্লেডে আঁকচিরা টানা তালু থেকে
ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত ।
কাপড় বাঁধা মুখ থেকে ঠিকরে পড়ছে
গোঙানির ফুলকি । এরপর সোজা পিস্তল দিয়ে
কপালে খুঁড়ে দেওয়া বুলেটের সুড়ঙ্গ ।

না, কোনও হিন্দি সিনেমার
ভয়ানক দৃশ্যের কথা মনে করাচ্ছি না ।

আমরা আমাদের ভেতর এভাবেই
আজ মেরে ফেলছি মূল্যবোধ কে ।

চেতনা কে চোবাচ্ছি
অসচেতনতার গ্লাসে রাখা রঙিন নগ্নতার জলে ।


✍️০৬.০৫.২০২০