গলায় নাইলনের দড়ি আঁটা
মরা বিড়ালছানাটি দেখে
আমাদের কষ্ট হয় ।
কানের পাশে রক্ত ঝরা ক্ষত নিয়ে
মরে পড়ে থাকা কুকুরছানাটি দেখে
আমাদের দুঃখ হয় ।
কিংবা ভীষণ মন খারাপ হয়
ঝড়ে বাসা থেকে পড়ে মরে যাওয়া
কাঠবিড়ালির ছানাটি কে দেখে ।
অথচ কী অদ্ভুত!
আমরা কত সহজেই
আমাদের সহানুভূতির শাবকগুলোকে
স্বার্থের চাবুক পিটিয়ে মেরে ফেলি ।
****