ওই ছেলেটি আর কোনদিনও
কাটবে না কেক জন্মদিনে ।
বোমায় উড়েছে হাত-পা- বুক
খানিক বাদে বন্দি হবে-
একলা কফিনে ।
ওই মেয়েটি আর কোনদিনও
আঁকবে না ছবি রঙ তুলিতে ।
স্কুল যাওয়ার পথেই হঠাৎ
লুটিয়ে পড়ল-
কার গুলিতে ?
ওই লোকটি আর কোনদিনও
বলবে না কথা! গাইবে না গান !
চারিপাশে আজ কুকুর শেয়াল,
জ্বলছে চিতা উড়ছে ধোঁয়া -
মহাশ্মশান ।