মেঘের গায়ে আঁকা জোৎস্নার আলপনা।
কুয়াশার বিনুনিতে গোঁজা জোনাকি ফুল।
মাটির দেওয়াল জুড়ে নবান্নের ইস্তাহার।
নীরবতার চাঁই ভেঙে ফেলা পেঁচার ডাক।
আল জুড়ে খোদাই ইঁদুরের পায়ের ছাপ।
ঘাসের পাড়ায় শিশিরের জলসা। কিংবা
নারিকেল পাতার জানালায় চাঁদের উঁকি।
হেমন্তের এ লীলালাস্যময়তায় মন ভিজিয়ে
               এসো-
প্রেমের আগুন জ্বেলে পাশাপাশি বসি দুজন।