হ্যালো টেস্টিং হ্যালো ...
এ বছর আমাদের ক্লাবের সামনে
পাঁচিল নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা
দিলেন কাজলবাবু ।

হ্যালো টেস্টিং হ্যালো ...
এ বছর পুজোর পুরো একদিনের
অনুষ্ঠান খরচ দিলেন আমদেরই ওয়ার্ডের
সনাতন সামন্ত মহাশয় ।

হ্যালো টেস্টিং হ্যালো ...  
এ বছর মণ্ডপে ফ্রি ওয়াই-ফাই দিলেন  
এল. কে. কমিউনিকেশন-এর কর্ণধার  
রজতবাবু ।

অথচ
এদের কাউকেই কোনোদিন
দেখা গেলো না-  
সিগন্যালে তাদের গাড়ি দাঁড়িয়ে গেলে
কালো কাঁচ নামিয়ে কোনও ভিখারি কে
দুটো টাকা দিতে ।

দেখা গেলো না...
ওভারব্রিজের নিচে যে কালো বাচ্চাগুলো
অভাবের আগুনে সেঁকা হয়ে ক্ষুধার জ্বালায়
চিৎকার করছে, তাদের এক ঠোঙা
মুড়ি কিনে দিতে ।

কেননা সেখানে হ্যালো টেস্টিং হ্যালো নেই !
নেই কোনো নাম প্রচারের মাধ্যমও ।  

              *****