বোল রে বোল ― হেঁইয়ো সা !
তোল রে তোল ―হেঁইয়ো সা !
আরও জোরসে তোল ― হেঁইয়ো সা ।'
অবশেষে সোজা হয়ে দাঁড়ালো ― ইলেকট্রিক খুঁটিটা ।
অথচ স্বৈরতন্ত্রের ঝড়ে কবে থেকেই
হেলে রয়েছে আমাদের গণতন্ত্রের খুঁটি ।
আমরা ব্যক্তিকেন্দ্রেকতার বায়ুমন্ডলের
ভেতর পোহাচ্ছি উদাসীনতার রোদ ।
এগিয়ে আসছি না
এক হচ্ছি না
তুলছি না কোনো সমবেত― হেঁইয়ো সা ।
দিন দিন মানিয়ে নিচ্ছি
একটা অন্ধকারের জিবের তলায় বাঁচতে।