শরীর খারাপের মরসুমে
জ্বরের বড়ি কাশির সিরাপ মাথার পাশে থাকলে
বড়ই ভরসা বাড়ে সাহস জাগে শরীরে, মনে ।

ঘাম দিয়ে জ্বর দেশান্তরী হয়
অস্বস্তিগুলো বন্দি হয় স্বস্তির শোকেসে ।
শিয়াল কাঁটার মতো ছোট ছোট বিরক্তি
টানা নিম্নচাপের মতো বিচ্ছিরি বিড়ম্বনা
সব উবে যায় কপূরের মতো ।
শরৎ সকালের মতো ঝলমল করে সুস্থতা ।

আসলে
কখনো কখনো জ্বরের বড়ি মানে― বাবা
কাশির সিরাপ মানে― মা ।