হঠাৎ করেই ছন্দপতন
সব ব্যস্ততারা গিয়েছে বিশ্রামে ।
একটাই ভাইরাস সৃষ্টি করছে ত্রাস
ছড়িয়ে পড়ছে শহরে-গ্রামে ।

মরছে মানুষ বাড়ছে সংক্রমণ
ফেলছে জীবন চোখের জল ।
উপায় কী রক্ষা পাওয়ার ?
সচেতনতাই শেষ সম্বল ।

রাস্তা-ঘাট আজ একলাই থাক
বিষাদের ঘোমটা টানে বসন্ত ।
আসলে তোমার সতর্কতাই পারে
খুলে দিতে একটা নতুন দিগন্ত ।

আক্রান্তের সংখ্যা ক্রমশ উর্ধমুখী
সময় শিখছে জীবন-মৃত্যুর অঙ্ক ।  
সাবধানতাই এখন সমাধানের পথ  
এড়িয়ে চলো গুজব কিংবা আতঙ্ক ।

দায়িত্ব তাই সবার কাঁধে, ভাঙতে
সংক্রমণ বিস্তারের অভিসন্ধি ।
পরিবার-সমাজ-রাষ্ট্রের কথা ভেবে
এসো হই নিজেরাই গৃহবন্দী ।

✍️২২.০৩.২০২০