কবে থামবে এ মৃত্যু মিছিল ?
ভগবানকে জিজ্ঞাসা করব বলে মন্দিরে গেলাম
―নাহ! দেখা পেলাম না ।

কবে সুস্থ শান্ত হবে এ পৃথিবী ?
আল্লাহকে জিজ্ঞাসা করব বলে মসজিদে গেলাম
― নাহ! দেখা পেলাম না ।

কবে মুছবে এই কান্না এই আর্তনাদ ?
গডকে জিজ্ঞাসা করব বলে গির্জায়ও গেলাম
― নাহ! দেখা পেলাম না ।

অবশেষে হাঁপিয়ে ওঠা অসুস্থ শরীর নিয়ে
গেলাম হাসপাতালে ।
দেখলাম― দিন-রাত্রি এক করে
কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের শুশ্রূষা করছেন
গড-আল্লাহ-ভগবান একসাথে ।

আর একটাই বার্তা দিচ্ছেন―
একমাত্র সচেতনতাই পারে
সংক্রমণের পায়ে শিকল পরাতে ।

✍️২৪.০৩.২০২০