ঘর আসলে একটা বোমা ।
সুখের ....

সুসম্পর্কের সুতলি দিয়ে বাঁধা থাকে
যার ভেতর ভালোবাসার বারুদ ।
মোড়া থাকে বিশ্বাসের আস্তরণে ।

শুধু,
অবিশ্বাসের আগুন পেলে
সে ধ্বংস হতে বেশি সময় নেয় না।

✍️০৪.০৪.২০২০