লোকটির এক চোখে
সোজাসুজি ঢুকিয়ে দেওয়া হয়েছে
একটা বড় স্ক্রু-ড্রাইভার ।
নাহ! সে যন্ত্রণায় চিৎকার করছে না ।
তার প্রাপ্য অধিকার দাবি করা মুখ
বেঁধে দেওয়া হয়েছে বস্তা বাঁধার মতো।
বেঁধে দেওয়া হয়েছে খুব শক্ত করে
তার প্রতিবাদ তোলা হাত দুটিও ।
অন্য চোখ থেকে ফোঁটা ফোঁটা জল
গড়িয়ে মিশে যাচ্ছে
ক্ষতবিক্ষত বুকের রক্তের সাথে ।
এমন একটা দৃশ্য দেখার পর;
লোকটির পরিচয় জানবার কৌতূহল
যদি তোমারও জাগে
তাহলে জেনো―
তার নাম― ‘গণতন্ত্র’ । সে এ দেশরই নাগরিক ।
*******
#প্রকাশিত- এখন তমোহা পত্রিকা