''গাছ লাগান প্রাণ বাঁচান''
''একটি গাছ একটি প্রাণ''
''গাছ কাটা বন্ধ করুন''

আজকাল
গাছ রক্ষার এমন স্লোগান
মানুষ বিজ্ঞাপণের মতো ঝুলিয়ে দেয়
গাছেরই গায়ে পেরেক ঠুকে ।

ভুলে যায় গাছেরও প্রাণ আছে।