যেখানে কন্যা সন্তান জন্মালে গাছ লাগানো হয়
যেখানে সংবর্ধনা স্বরূপ গাছ উপহার দেওয়া হয়
কিংবা যেখানে রোগীর রোগ সেরে উঠলে
ডাক্তারবাবু একটা গাছ গলানোর পরামর্শ দেন
আমি তেমন এক ডাক্তারবাবুর কাছে
তেমন এক সভায় তেমন এক গ্রামে যেতে চাই
যেখানে গাছ মানে শুধু গাছ নয়
গাছের আর এক নাম― মা।