নদীর পাড়ের গাছটা
প্রতিনিয়ত হেলে পড়ছে ঢেউয়ের আঘাতে।
গত ঝড়ে যার ভেঙে গেছে ডাল-পালাও।
তবু শিকড় দিয়ে মাটি আঁকড়ে
তার বেঁচে থাকার কী অদম্য প্রয়াস।
কী নিরলস লড়াই করার শক্তি।
ঝুঁকে যাওয়া ডালে এই গ্রীষ্মে সেও
ফুটিয়েছে একটি সাদা ফুল।
যাকে দেখতে দেখতে মনে পড়ে যায়―
স্বামী সংসার আশ্রয় হারানো এক মায়ের কথা।
যার কোল আলো করে আছে ফুলের মতোই
একটা ফুটফুটে শিশু।