সনদ মেডেল মেমেন্টো নয় ।
একটু খানি জল, এক মুঠো মাটি,
আর কিছু চারাগাছ― এই তোমার পুরস্কার।
আলমারির তাকে স্মারক সাজিয়ে রাখার মতো
এবার জল মাটি দিয়ে গাছগুলোকে
যত্নে রাখো পৃথিবীর বুকে ।
দেখবে― শত সহস্র বছর তোমার সাফল্যের
পুরস্কার হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি গাছ-ট্রফি ।
সুফল দিচ্ছে―
জগৎ কে ...জীবন কে ... পরিবেশ কে ।