#
ফুলকপির মতো মেঘ উঠলে আকাশে।
গাছেরা প্রেমিক হয় বৃষ্টি নামার উচ্ছাসে।।
#
কম্পাস কে সঙ্গী করে মহাসাগর পাড়ি দেয় নাবিক।
কিন্তু কাস্তে-কোদাল সঙ্গী করে মহাকাল পাড়ি দেয় শ্রমিক।।
#
ওপারটা কেমন কে জানে; এ পার থেকে যায় না দেখা।
একটা নদী শুধুই নদী নয়, দুটি জেলারও সীমারেখা।।
#
আজকাল
সুখের মধ্যেও ভেজাল।