বৃষ্টি বিকেল মন কেমন
তোকে মনে পড়ছে খুব
এখনো তুই একটা নদী মতো
পানকৌড়ির মতো দিই ডুব।

চোখের সামনে নেই; তবু
মিশে আছিস অনুভবে,
ভালোবাসার গোলাপ ফোটে
এখনো অভিমানের টবে।

নতুন সময় আসে পাল্টায় রঙ
বদলে যায় চেনা শহর,
তবু বুকের সিন্ধুকে যত্নে রাখা
তোর উজ্জ্বল স্মৃতির মোহর।

ভালোবাসার কোনও শেষ নেই
এ মন তোকেই ডাকে,
সম্পর্কের শিকড় বিশ্বাসের মাটি
আজও আঁকড়ে থাকে।

নতুন করে ভালোবাসবো তোকে
ঝেড়ে ফেলি দূরত্বের ধুলো,
নতুন করে ফিরে পেতে চাই
আবার সেই পুরানো দিনগুলো।

          ****