ফাগুন এলো আগুন ছুঁয়ে, আজ শীত গোটাচ্ছে তাঁবু।
কাছে নেই পাশে আছিস
তোর জন্মদিনে উড়ালাম কিছু শুভেচ্ছার পাখি তবু।
বুকের ভেতর আকাশ রাখিস সাথে প্রিয় কিছু তারা।
ভরিয়ে দিস আলোয়―
যারা অনেকখানি শূন্য তোর ভালোবাসাটুকু ছাড়া।
বয়স একটা সংখ্যামাত্র, মহাকালের কাছে ধূলিকণা।
সুকর্মই তোর ধর্ম হোক
হৃদয় মন্দিরে নিরন্তর চলুক প্রেম-প্রীতির সাধনা।
বিশ্বাসে বাঁধিস বুক, নিঃশ্বাসে খুঁজে নিস যত সুখ।
আশারা ভরসা পাক
সম্পর্কের পথে স্বপ্নরা সত্যের মতো দাঁড়াতে শিখুক।
দুঃখগুলো দূরে যাক, প্রেমের আগুন থাক প্রাণের আঁচে।
সময় স্রোতে সাঁতরাক জীবন
মৃত্যু মাথা নোয়াক এভাবেই তোর জন্মদিনের কাছে।