উপড়ানো যায়নি সব অপরাধের শিকড়,
ডাল-পালা ছাঁটা হল কিছু মাংসাশী লোভের ।
প্রতিটি ধর্ষণকারীর এনকাউন্টার আজ
ক্ষুধা মেটায় সাময়িক; ক্ষুব্ধ ক্ষুধার্ত ক্ষোভের ।
ঠাণ্ডা হল । শান্ত হল । কিছু স্বস্তি এলো বুকে ।
মাঝে মাঝে প্রয়োগ হোক বুলেট । গুরুতর অসুখে ।
উপড়াতে হবে সব শিকড় । থাক লক্ষ্য ।
নয়তো আবারও কাল একই ঘটনায় পুনরাবৃত্তি ।
বাকি ধর্ষণকারীরও সাজা হোক মৃত্যুদন্ড
আরও কঠিন-কঠোর হোক আইনের রীতি-নীতি ।
যন্ত্রণা অশ্রুকণা খসবে আর কত? বলো আর কত ?
প্রতিটি নৃশংসতার হত্যা হোক নৃশংসতারই মতো ।