যেই বললে তোমার সাথে
আর কোনও কথাই নেই,
নামল চোখের কোণে জল ।
সম্পর্করা কি পুরনো হলেই
ভালোবাসার গা থেকে
খসায় অভিমানের বাকল ?
কষ্ট বাড়ে বোঝো না কেন
বুকের নিচে জমা নুড়িগুলো
হঠাৎ শব্দ করে ওঠে ।
যে অপেক্ষা হয়নি আক্ষেপ
তার কাছে আশারা আজও
হাওয়ার মতন ছোটে ।
নীরবতা দিলে শূন্যতা আসে
একাকীত্ব একের পর এক
প্রসব করে অস্থিরতা ।
প্রীতির অপুষ্টিতে ভোগা
অতীতের স্মৃতিরগুলো তখন
হয়ে ওঠে কষ্টের কবিতা ।