জানি কাল নয়তো পরশু ওরা আমারও
উপড়ে নেবে এই দুটো চোখ ।
ছিঁড়ে নেবে স্লোগান তোলা  
তলোয়ারের মতো এই জিভ।
ছেঁটে দেবে গাছের ডালের মতো
এক কোপে এই দুটো হাত।  
তারপর হাড়িকাঠে পশুর মতো
ধড় থেকে আলাদা করে দেবে মুণ্ডুটাও।

তবে আমার শরীর
তবুও দাঁড়িয়ে থাকবে
একটা রক্ত ভর্তি কালির দোয়াতের মতো ।

তোমরা পারলে এ রক্তে কলম ডুবিয়ে
লিখে যেও- ক্ষিপ্র উল্কাপিণ্ডের ভাষা।
জ্বলন্ত জ্বালামুখীর হুঙ্কার।  
কিংবা দুর্নিবার দাবানলের গান ।  


     *************