আকাশ বেঁধেছে মেঘের বেণী বৃষ্টির দিন ।
প্রজাপতিরা মেলছে খুশির ডানা
আজ চির চেনা একটা ফুলের জন্মদিন ।
গাছের ছাদে পাখিদের জলসা কিচিরমিচির ।
পাতায় পাতায় লেখা শুধু তার নাম
বললাম- ভালোবাসায় ভরুক তার হৃদয় নীড় ।
শূন্য নদী পূর্ণ হয়েছে জোয়ারের কলরব ।
ভেসে গেছে সব তরী তারই টানে
মাল্লার গানে বাড়ছে আরও আনন্দ-উৎসব ।
সব পথেরা প্রাণ পেয়েছে ভিজছে পথিক ।
হাওয়ায় হাওয়ায় তারই গন্ধ ছোটে
ঘাসের ঠোঁটে জ্বলে ওঠে স্বপ্নের বৃষ্টি মানিক ।
আশারা তার ভাষা পাক জীবন হোক রঙিন ।
ঠোঁটের কোণে থাকুক হাসির কণা
আজ চির চেনা একটা ফুলের জন্মদিন ।