কিছু মনখারাপি গৃহপালিত
বিকেল হলে ছেড়ে দিই মাঠে,
একটা একলা মানুষ আজও
স্মৃতির হাত ধরেই হাঁটে ।

চাওয়ার থাকে অনেক কিছুই
তবু না পাওয়াতে হতে হয় তৃপ্ত,
একটা একলা মানুষ বোবা
দু'চোখ অজানা অশ্রুতে সিক্ত ।

আঁকড়ে থাকার থাকেই বা কী
আশ্রয় যখন ত্যাগের আশ্রমে,
একটা একলা মানুষ ভুলে না
কোন প্রেম এসেছিল প্রথমে ।

সময়ের সাথে এগায় জীবন
শুধু পরিস্থিতির কাছে পরাজয়,
একটা একলা মানুষের প্রার্থনায়―
'একটি বার যদি দেখা হয়' !

দিন ফুরায় ক্লান্ত সূর্য ডোবে
সন্ধ্যা প্রসব করে ধ্রুবতারা,
একটা একলা মানুষ মনে মনে
ঘুরে বেড়ায় প্রিয়জনের চেনা পাড়া ।

✍️০৯.০৪.২০২০