এখন তুমি বড়ই বেখেয়াল বড়ই ব্যস্ত!
আর আমি ঠাণ্ডা হতে থাকা
চায়ের কাপের মতো শুধুই অপেক্ষারত।
এখন তুমি বড়ই জেদি বড়ই একগুঁয়ে!
আর আমি কান্না ঝরতে থাকা
মোমবাতিরই মতো জ্বলছি আগুন ছুঁয়ে।
এখন তুমি বড়ই রাগী বড়ই অভিমানী!
আর আমি ঢেউ মাড়িয়ে চলা
নৌকার মতো একাই ভালবাসার দাঁড় টানি।
এখন তুমি বড়ই একরোখা বড়ই অহংকারী!
আর আমি প্রদক্ষিণ করে চলা
পৃথিবীর মতো তোমাকেই সূর্য মনে করি।
*******