এখন আর খুব একটা বিরক্ত করি না তোকে
শিখছি কীভাবে যন্ত্রণা আড়াল করতে হয় বুকে
এখন আর তোর উপর করি না অভিমানও
দুটি চোখও শিখচ্ছে কান্না লুকানোর কৌশলও
এখন আর মনখারাপ হলে তোর কাছে যাই না
একটা সময়ের পর হয়তো আর কেউ আশ্রয় দেয় না
এখন আর ম্যাসেজের জন্য অপেক্ষা করি না তোর
একাকীত্বকে আগলে রেখেই খুঁজছি নতুন ভোর।
শুধু এখনো বিকেল হলে ডাইরির পাতা উল্টালে
মনে পড়ে যায় শুধু তোকেই ভালোবেসেছি আসলে।