ও গ্রাম থেকে সরকারি চাকরি পেলো
গ্রাম প্রধানের মারকুটে ছেলে ।
ও গ্রাম থেকে রাস্তার টেন্ডার পেলো
গ্রাম প্রধানের দাপুটে ভাই।
ও গ্রাম থেকে স্কুলের সম্পাদিকা হলো
গ্রাম প্রধানের দুর্নীতিবাজ স্ত্রী ।
ও গ্রাম থেকে এ বারও প্রার্থী হলো
গ্রাম প্রধানের দখলরাজ শ্যালক।
এ গ্রাম থেকে তবে কে কী হলো?
-কিছুই না ! কিছু কৃষক ঋণের দায়ে
আবারও আত্ম-হত্যা করেছে ।
**********