এখানে দায়িত্বের সাথে
চাল জাগছে ইঁদুর । বিড়াল জাগছে মাছ ।
সিংহের দায়িত্ব সামলাচ্ছে শিয়াল ।
দক্ষতার সাথে নৌকার মাঝি হয়ে
দাঁড় টানছে ব্যাঙ । মাছি তাড়াতে  
খড়গ হাতে ধৈর্য নিয়ে বসে আছে বানর।

না, এখানে শুধু
মানুষের কোনো কাজ নেই !
মানুষ নিশ্চিন্ত
নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারে অনন্তকাল ।

✍️০২.০৫.২০২০