আধ-পোড়া কম্বল হাফ ডিবা বিস্কুট
দু-চার প্যাকেট চিড়ে ভাজা
একটা স্টিলের কাঁসি কয়েকটা মোমবাতি
আর কিছু আধ-পোড়া কাঠ
সদ্য দাহ শেষ হওয়া শ্মশান থেকে
এসবই কুড়িয়ে নিয়ে যাচ্ছে
বউটি বাড়ির দিকে
না ঠিক বাড়ি নয়
যেন গণতন্ত্র মরা একটুকরো দেশ
যেখানে অভাবের গনগনে আঁচে
সেঁকা হচ্ছে ঝুরো ঝুরো জীবন ।
*******