বুকের ভেতর আজ গড়ে উঠেছে
একটা দীর্ঘশ্বাসের জংশন!  

যেথায় পশ্চিম দিকের সহস্র মাইল
পথ পেরিয়ে সবে এসে পৌঁছালো
শতশত লাশ ভর্তি মেলট্রেন ।  

পূর্ব দিক থেকে অনেক আগেই
এসে পৌঁছেছে তেল ভর্তি মালগাড়ির মতো
রক্তে ভর্তি মালগাড়ি।

উত্তর দিকের পথ পেরিয়ে এসেছে
কতশত নিরন্ন বুভুক্ষু মানুষের  
কান্না-যন্ত্রণা বোঝাই এক্সপ্রেস ।    

দক্ষিণ দিক থেকেও আসা আর্তনাদ বোঝাই
লোকাল ট্রেন রেড সিগন্যালে দাঁড়িয়ে।  
হয়তো বা কিছুক্ষণ পরেই এসে পৌঁছাবে ।

তবু আমি এই জংশনেই দাঁড়িয়ে আছি !
একলা। একা। একটা বারুদ জমাট
ক্রোধের মশাল জ্বলে।  
দৃঢ় প্রতিজ্ঞায় সব গাড়ি গুলোকে খালি করে,
তাতে শুধুই মুঠো মুঠো জ্বলন্ত আগুন ভরে;  
সবুজ সংকেতে দ্রুত গতিতে চাই
চতুর্দিকে রওনা করে দিতে।    

যার সামনে কাপালিকের লাল তিলকের মতো
উজ্জ্বল হয়ে মোটা অক্ষরে লেখা থাকবে  
এ গাড়ির শেষ স্টেশন - সমতা।  

               ******